spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অল্প বৃষ্টিতেই প্লাবিত চট্টগ্রাম নগরী

বৃষ্টির পানিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র ৩৬ মিলিমিটার বৃষ্টিতেই চট্টগ্রাম মহানগরের প্রধান প্রধান সড়ক হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শ্রমজীবী মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে, বুধবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটু পানিতে সড়ক, দোকানপাট ডুবে গেছে।

এর আগে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়। সকালে জোয়ার শুরু হওয়ায় জমে থাকা পানি নামতে দেরি হয় বলে জানা গেছে।

এতে বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, বাকলিয়া, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা ডুবে গেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই-একদিন তা অব্যাহত থাকতে পারে। বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss