spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাকলিয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরীর বাকলিয়া থানাধীন সুরভী আবাসিকের একটি ভবনের ফ্ল্যাট থেকে নুরী নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) রাত ১১টায় তার মরদেহ উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। নুরীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে জানা গেছে।

মৃত নুরী যে বাড়িতে কাজ করতো তার গৃহকর্তার ছেলে সাব্বির মোহাম্মদ রিফাত বলেন, নুরী আমাদের বাসায় এসেছে প্রায় ৮ থেকে ৯ মাস হয়েছে। আমার বিয়ের ওয়ালিমা অনুষ্ঠান শেষ হয়েছে আজ। বাড়ি থেকে আত্মীয় স্বজন সকলে চলে যাওয়ার পর হঠাৎ পাশের বাড়িতে থাকা তার এক বান্ধবী চিৎকার করতে করতে জানায় নুরী ব্যালকনিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে আমরা দরজা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ অবধি সরকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টায় তার মরদেহ উদ্ধার করে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss