চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় চারতলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে থানার লালদিঘী পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, ‘বেলা ১০টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস নন্দনকানন ইউনিটের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি ও এক লাখ ৫০ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
বৈদ্যুতিক গোলযোগ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
চস/আজহার