spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে এক মৃত্যুর দিনে শনাক্ত ৫৮৭

চট্টগ্রামে গত এক দিনে ৫৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদেনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করে ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৮৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৩, আনোয়ারার ১৬, চন্দনাইশের ৮, পটিয়ার ১৫, বোয়ালখালীর ১০, রাঙ্গুনিয়ার ২৪, রাউজানের ২০, হাটহাজারীর ৩৬, ফটিকছড়ির ১৯, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ১২ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬ জন, অ্যান্টিজেন টেস্টে ৭৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৯ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২১ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৭ হাজার ২৭৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩১ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss