চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আবদুল হামিদ (২৮) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ মে) দিনগত রাত ৯টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকার এপিজে গার্মেন্টেসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাতে মইজ্জ্যারটেক থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবদুল হামিদ। পথে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চস/আজহার


