spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় আগুনে দুটি জুতার কারখানা পুড়ে গেছে। বুধবার (৮ জুন) ভোরে মাঝিরঘাটের দারোগাহাট রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান।

তিনি বলেন, ‌‘জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। কারখানার চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানাতে পারেননি তিনি।

এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর কেমিক্যাল কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss