spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আক্রান্তের হার বেড়ে দিগুণ

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। নতুন করে ৩৩ জন আক্রান্ত হলেও সংক্রমণ হার নির্ণীত হয় ২২ দশমিক ৭৫ শতাংশ। তবে শহর ও গ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (১১ জুলাই) জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর পাঁচ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৪৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩৩ জন আক্রান্ত শনাক্ত হন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৭৬২ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss