spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাল বন্দরের ৩৮২ কনটেইনার পচা পণ্য ধ্বংস করা হবে

কাস্টম হাউসের উদ্যোগে আমদানির পর বন্দর থেকে খালাস না নেওয়া ৩৮২ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে রোববার (১১ সেপ্টেম্বর) থেকে।

১১১ লটে চট্টগ্রাম বন্দরের ১৩৬টি রেফার, ৩২টি ড্রাই ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কনটেইনার ধ্বংসের তালিকায় রয়েছে।

এসব কনটেইনারের সব পণ্য নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল, কফি ইত্যাদি।

এসব বিষয় নিশ্চিত করেছেন কাস্টম হাউসের ডিসিপি মো. মাহফুজ আলম।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির গত ২৯ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী কনটেইনারগুলোর পণ্য হালিশহর আনন্দবাজারে চসিকের ডাম্পিং জোনে ধ্বংস করা হবে। দিনে ২৫-৩০টি কনটেইনারের পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss