spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডের মুখে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- রাহাত্তারপুল এলাকার নজির বাপের বাড়ির নজির আহমদ চৌধুরীর মেয়ে জান্নাতুন মাওয়া (৪০), চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম (২৮) ও চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকার মো. মফিজের ছেলে রাজিব (১৮)। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss