spot_img

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার হামিদ আলী সুকানীর বাড়ি থেকে মো. আব্দুল্লাহ (১৩) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু আব্দুল্লাহর বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার বর বানাই গ্রামের মাহমুদ তালুকদারের ছেলে।

ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, আব্দুল্লাহ পিরোজপুরে তার নানার বাড়িতে থাকতো। তার বাবা-মা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতো। সে চট্টগ্রামে তার বাবার কাছে বেড়াতে এসেছিল। গতকাল সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। রাতে থানায় অভিযোগ দেয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকাল ১১টার দিকে আয়শার মা’র গলি এলাকায় দুই ভবনের মাঝখান থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss