spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঝড়ো হাওয়াসহ বৃষ্টি : নগরীতে দিনেই নেমে এল ঘোর অন্ধকার

টানা দাবদাহের পর হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে বাণিজ্য রাজধানী চট্টগ্রামে। রবিবার (৭ এপ্রিল) সাড়ে ১২টার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার আগে নগরীতে দিনেই নেমে আসে ঘোর অন্ধকার।

গত কয়েকদিনের টানা তাপদাহের পর দুপুরের দিকে আসা ঝড়ো বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি নেমে আসে।

এদিকে আবহাওয়া ভবনের সূত্র থেকে জানা যায়, আজ সকাল ১১ টা বেজে ৫০ মিনিটের সময় কালবৈশাখী ঝড়ের মূল অংশ বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার উপর দিয়ে অতিক্রম করেছে।

আজ দুপুর ১২ টার থেকে বিকেল ৪ টার মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত ও বজ্রপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

অন্য একটি কালবৈশাখি ঝড় সিলেট বিভাগের হবিগন্জ, সিলেট, ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করবে। যা দক্ষিণ-পূর্ব দিকে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার দিকে অগ্রসর হচ্ছে। দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালি জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss