spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমাল : ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে চসিকের মাইকিং

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

রেড ক্রিসেন্টের সহয়তা নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করে নির্দেশনা দিচ্ছে চসিক। এছাড়া নগরীর দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ বিভাগে জনগণকে তথ্যসেবা দিতে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।

দুর্যোগ না কাটা পর্যন্ত আজ শনিবার দুপুরে চালু হওয়া এ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা দুর্যোগকবলিত জনগণের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০১৮১৮৯০৬০৩৮।

চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন গণমাধ্যমকে বলেন, রেমালের ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রেমালের ঝুঁকি না কমা পর্যন্ত কন্ট্রোল রুম থেকে নাগরিকদের তথ্য সেবা দেয়া হবে।

এছাড়া, আমরা রেড ক্রিসেন্টের সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু করেছি। জরুরি প্রয়োজনে বিতরণের জন্য শুকনো খাবারের ত্রাণও প্রস্তুত করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss