spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১৭ ঘণ্টা পর চালু হলো শাহ আমানত বিমানবন্দর

ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে।

সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে চালু করে। এরপর সকাল সোয়া ১০টা পর্যন্ত তিনটি বিমান অবতরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ। তিনি বলেন, ভোর ৫টা থেকে রানওয়েসহ বিমানবন্দরে সব কার্যক্রম চালু হয়েছে। তিনটি বিমান সকালে ল্যান্ড করেছে। একটি ডোমেস্টিক রুটের এবং দুটি ইন্টারন্যাশনাল রুটের।

আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবপিৎ সংকেত জারির পর গতকাল রবিবার (২৬ মে) বেলা ১২টা থেকে সব ধরনের ফ্লাইট অপারেশনসহ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss