ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিতে দেয়াল ধসে চট্টগ্রাম নগরীতে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ৮টায় বায়েজিদ থানার টেক্সটাইল গেট আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান। তিনি বলেন, বায়েজিদে নির্মাণাধীন ভবনের সীমানা দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই আমরা এসে লাশ উদ্ধার করি। তিনি রিকশা চালাতেন বলে আমরা জানতে পেরেছি। তিনি বাসা থেকে বের হয়ে রিকশার গ্যারেজে যাচ্ছিলেন।
তিনি জানান, সীমানা প্রাচীরটি অনেক পুরোনো। টানা বৃষ্টির কারণে প্রাচীরের নিচের মাটি নরম হয়ে যাওয়ায় দেয়াল ধসে পড়েছে বলে আমরা ধারণা করছি।
চস/আজহার