spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে রিক্সা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় ট্রাকচাপায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বায়েজিদ থানার বটতল এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন।

নিহত ফারজানা জান্নাত মুনতাহা একই থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।

পুলিশ জানায়, বায়েজিদের ট্যানরি বটতল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি রাসায়নিকবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা মুনতাহা ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে৷ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss