spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রান্তিক জনগোষ্ঠীর আরো কাছে যাবার আহবান লায়ন কোহিনুর কামালের

লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে বাংলাদেশ সেবা মাস অক্টোবর উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থাটির গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। তিনি বলেন, ‘এ বছর জেলা গভর্নর হিসেবে আমি শেয়ার এন্ড কেয়ার ডাক দিয়েছি যাতে লায়ন্সরা সেবা কর্মে আরও বেশি আন্তরিক হন। সেবার গুণগত মান নিশ্চিতে প্রান্তিক জনগোষ্ঠীর নিকট যাতে সহজে পৌঁছান সেদিকে লক্ষ্য রাখেন।’

গভর্নর বলেন, ‘সারা বছর লায়ন্সরা সেবা কর্মকাণ্ডে নিয়োজিত থাকার পরও অক্টোবর মাসকে সেবা মাস হিসেবে উদযাপন করা হয়’। সচেতনতা তৈরি ও দেশের মানুষকে উদ্ধুদ্ধ করার জন্যই এ সেবা মাসের আয়োজন বলে তিনি দাবি করেন।

সেবা মাসের প্রেস উপ-কমিটির চেয়ারম্যান রাজিব সিনহার সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আকবরের সঞ্চালনায় এত বিশেষ অতিথি ছিলেন জেলার প্রথম ভাইস গভর্নর মোসলেহ উদ্দিন অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, কেবিনেট সেক্রেটারি মোহাম্মদ বেলাল, কেবিনেট ট্রেজারার ইমতিয়াজ ইসলাম। এতে সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর মোস্তাক আহমেদ ও নাজমুল হক।

সংবাদ সম্মেললে কোরান তেলওয়াত করেন কাশেম শাহ এবং সুজিত কুমার দাশ গীতা পাঠ করেন। অন্যদের মধ্যে উপস্থিত তারেক কামাল, আবু মোরশেদ, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, পারভীন মাহমুদ, আনিসুল হক, নিলাদ্রী শেখর ও আবু তাহের প্রমুখ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss