spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের জেলে পল্লীতে মশার কয়েল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ২০টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সেই সঙ্গে আগুনে পুড়েছে জেলেদের মাছ ধরার জাল।

গতকাল শনিবার রাত ১২টা ১০ মিনিটে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আজ রবিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সংবাদমাধ্যম গণমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তা দ্রুত নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তেলের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss