spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে ৭ বসতঘর পুড়ে ছাই

বোয়ালখালীতে মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাতটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩ নম্বর ওয়ার্ড খুইল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে মো. রাসেল, জাহেদুল আলম রাশেদ, মুছা চৌধুরী, কুলসুমা বেগম, ইউসুফ চৌধুরী, মো. হোসেন ও মো. জাহাঙ্গীর আলমের ঘর পুড়ে যায়।

স্থানীয়রা বলেন, আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাত পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরনের এক কাপড় পড়েই সবাই বের হয়ে যান ঘর থেকে। ঘরের আসবাব পত্র, টাকা স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবাররা বলেন, রাতে আগুন দেখে আমরা এক কাপড়ে বের হয়ে যায়। কিছুই বের করতে পারিনি। আমরা পথে বসে গেছি।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss