চট্টগ্রামের পাহাড়তলী মথেকে পাঁচ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) পাহাড়তলী থানার দুলালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকৃত মোঃ ফারুক (৪২) কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বায়োজিদ এলাকার একটি ভাড়াটিয়া হিসেবে থাকে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবুল আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে পতেঙ্গায় নিয়ে যাচ্ছিল।
আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানারা মামলা রুজু করা হয়েছে বলে জানান মো: বাবুল আজাদ।
চস/স


