চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশ হেফাজত ভেঙে পালানো অস্ত্র মামলার আসামি রফিক উল্লাহকে (৩৪) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কক্সবাজারের পেকুয়ার বাইন্যাখালী এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিক উল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার নোনাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলায় রফিক উল্লাহকে গ্রেফতার করে চমেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি রাখা হয়েছিল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১৬ এপ্রিল দুপুর ১টা ১৭ মিনিটে ছাড়পত্র নেওয়ার পর রফিক উল্লাহ পাহারার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচলাইশ থানায় ২২৪ ধারায় মামলা রুজু করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, পুলিশ কমিশনারের নির্দেশে চৌকস আভিযানিক দল গঠন করে অভিযান চালানো হয়। পেকুয়া থানার সহায়তায় বাইন্যাখালী এলাকার আসাদ ফকিরের বাড়ি (আসামির সৎবোনের শ্বশুরবাড়ি) থেকে রফিক উল্লাহকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, রফিক উল্লাহর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
চস/স