spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডি.ও পত্রটি এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।”

এর মাধ্যমে মেয়র শাহাদাতের প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়ী ঘোষিত হয়েছিলেন। তবে নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ এনে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন তৎকালীন বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

মামলার অভিযোগে তিনি বলেন, নির্বাচনের দিন তিনটি কেন্দ্রে শূন্য ভোট দেখানো হলেও তিনদিন পর ফলাফলে ২৮টি কেন্দ্রে তাকে শূন্য ভোট দেখানো হয়, যা ছিল ‘অবিশ্বাস্য ও অকল্পনীয়’। তিনি ইভিএমের মাধ্যমে ফল কারচুপির অভিযোগও আনেন এবং তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরী, রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের আসামি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় এবং রেজাউল করিম চৌধুরীর নির্বাচনের ফলাফল বাতিল করে।

এই রায়ের ভিত্তিতে ৮ অক্টোবর নির্বাচন কমিশন ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৫ নভেম্বর থেকে চসিকের দায়িত্ব পালন শুরু করেন।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে প্রথম মেয়র হিসেবে ১৯৮৯ সালে প্রতিমন্ত্রীর মর্যাদা পান জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী। এরপর ১৯৯১-১৯৯৩ মেয়াদে বিএনপির মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনও এই মর্যাদা লাভ করেন।

টানা তিনবার মেয়র থাকা আওয়ামী লীগের এ বি এম মহিউদ্দিন চৌধুরী (১৯৯৪-২০১০) তার দীর্ঘ মেয়াদে একবার প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।

তবে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপির মোহাম্মদ মনজুর আলম এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীন মেয়র থাকাকালে এই মর্যাদা পাননি।

ডা. শাহাদাতের পূর্বসূরি আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। এখন ডা. শাহাদাত হোসেনকেও সেই মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করা হলো।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss