spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। নগরীর মুরাদপুরে অবরোধকারীদের টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে ‘হত্যার’ বিচার দাবিতে বিক্ষোভে নেমেছেন স্যগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী অবরোধ দুপুর ১২টা পর্যন্ত।

অবরোধ চলাকালে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, এ কে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।

এরমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে মুরাদপুরে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান সারাবাংলাকে বলেন, ‘সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।’

এদিকে অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। নগরীর বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss