spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ হাতেম

টানা ৪র্থ বার সহ সভাপতি গাওহার সিরাজ জামিল

বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০২৫-২৭ মেয়াদে অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে অমল পোদ্দার (পানাম গ্রুপ), সহ-সভাপতি (অর্থ) পদে মোরশেদ সারোয়ার এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পাঁচ জন। এরা হলেন, মো. সামসুজ্জামান (মাইক্রো ফাইবার গ্রুপ), গাওহার সিরাজ জামিল (চট্টগ্রাম), আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ এবং মোহাম্মদ রাশেদ।

নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নির্বাচন বোর্ড কর্তৃক পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচন বোর্ডের কাছে জমা দেন প্রার্থীরা। এতে দেখা যায়, সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি (অর্থ) ও পাঁচ জন সহ-সভাপতি মিলিয়ে মোট নয়টি অফিস বেয়ারার পদের জন্য নয়টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন বোর্ড যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। নয়টি পদের বিপরীতে সমসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনের আগেই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ২৬ জন। এরমধ্যে রয়েছেন- মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তুর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম. ইসফাক আহসান, মো. আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, রাজীব চৌধুরী, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ।

এছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক পদে রয়েছেন আহেমদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আব্দুল বারেক, মো. ইয়াসিন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss