spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

ডিবির অভিযানে উদ্ধার ৫১ মোবাইল বুঝে পেলেন মালিকরা

চট্টগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৭ মে) পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বিভিন্ন থানা এলাকায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে রাউজান থানার ১৩টি, লোহাগাড়া ৭টি, রাঙ্গুনিয়া ৯টি, আনোয়ারা ৬টি, দক্ষিণ রাঙ্গুনিয়া ৭টি, জোরারগঞ্জ ৭টি ও চন্দনাইশ থানার ২টি রয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অনেকে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে লোভে পড়ে মোবাইল কিনে প্রতারিত হয়েছেন। অনেক সময় মোবাইলের আইএমইআই নম্বরও থাকে ভুয়া।

তিনি বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি কেউ মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার অনুরোধ জানাচ্ছি। কারণ এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে দায় গিয়ে পড়বে মালিকের ওপরই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss