spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সিইপিজেডে চীনা নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের ইপিজেড থানাধীন এলাকায় এক চীনা নাগরিকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বুধবার (১১ জুন) সকাল সোয়া ৭টায় সিইপিজেড অঞ্চলের প্রবেশপথ সংলগ্ন রাজু কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- বরিশাল কোতোয়ালী থানার রুপাতলী এলাকার মোহাম্মদ হৃদয় (২৮), চাঁদপুর জেলার সদর থানার মইশাদী মজুমদার বাড়ির রাজু মজুমদার (৩২) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. ফেরদৌস (২৯)। তিনজনই ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান। তিনি জানান, মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ছিনতাইয়ে জড়িত তিনজনকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss