spot_img

৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নুরুল হুদা শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের খালেক সওদাগর বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে। নুরুল হুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোন জামাইয়ের মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৫৮-৪৩৮৯) করে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। নুরুল হুদা মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার সময় পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদারহাট এলাকায় একটি ইটবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে সামনে অটোরিকশা দেখে মোটরসাইকেলটি ব্রেক কষে কাত হয়ে পড়ে যায়। এসময় মোটরসাইকেলের পেছনে বসা এক আরোহী ট্রাকে পেছনের চাকায় পিষ্ট হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় ট্রাক চালক আরিফুরকে (৩৫) আটক করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে (পিরোজপুর-ড-১১-০১২৩) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss