বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানদারকে ছুরিকাঘাত করে টাকা টাকা কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহত দোকানদার শাকপুরা মিলিটারিপুল এলাকা থেকে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
দিদারুল আলম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যানের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম বলেন, “আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছলে ২-৩ জন লোক ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে জানান, “রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
চস/স