spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জায়গা নিয়ে বিরোধে পতেঙ্গায় ‘দেবরের ছুরিকাঘাতে’ ভাবি খুন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ‘দেবরের ছুরিকাঘাতে’ ফেরদৌসী আক্তার (৩৭) নামে এক নারীর হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় লোকমানের স্ত্রী ও মরহুম আবু বক্করের পুত্রবধূ।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে চড়িহালদা এলাকায় পারিবারিক জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে ছিল। গতকাল এ ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার আচার্য্য জানান, নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss