spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে ভ্যাট কর্মকর্তা বরখাস্ত

সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।

রোববার (২৭ জুলাই) চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ভ্যাটদাতা থেকে ঘুষ গ্রহণের যে অভিযোগ উঠেছে, সেটির প্রাথমিক সত্যতা মেলায় আব্দুল আলীমকে সুষ্ঠু তদন্তের স্বার্থে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা প্রয়োজন। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সদর দপ্তরে নিয়মিত হাজিরা দেবেন এবং বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারবেন না।

তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যস্ত এটি বলবৎ থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss