spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীতাকুণ্ডে সাপের কামড়ে নিহত শিক্ষিকা গোপা

বিষধর সাপের কামড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিক্ষিকার মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষিকার নাম গোপা ঘোষ (৪৫)। তিনি সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের পিন্টু কুমার ঘোষের স্ত্রী। এলাকার একটি ধর্মীয় মন্দির ভিত্তিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।

স্থানীয় ইউপি মেম্বার সজল কুমার শীল জানান, বুধবার রাত সাড়ে ৭টার সময় বসতঘরের পাশে লাগোয়া শৌচাগারে যান শিক্ষিকা গোপা ঘোষ। ফেরার সময় শৌচাগারের দরজা বন্ধ করতে গেলে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়। ঘটনার বেশ কিছু সময় পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘সাপে কাটা রোগীকে তার স্বজনরা দীর্ঘ সময় পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন। তার অবস্থা একেবারেই সংকটাপন্ন ছিল। তাই তাকে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss