চট্টগ্রাম নগরীর জিইসি মোড় সংলগ্ন একটি পার্লারের টয়লেট থেকে পার্লারের ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ম্যানেজারের নাম প্রিয়াঙ্কা দত্ত (৩৫)।
গতকাল (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে নগর পুলিশ।
নিহত প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। তিনি বাঁশখালী উপজেলার সিকদার বাড়ির সজীব দত্তের স্ত্রী এবং নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি নাদিয়াস মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চস/স