spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

গাঁজা-ফেনসিডিলসহ চট্টগ্রামে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও ১৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের পাহারতলীর ঈদগাঁ বৌবাজার এলাকার মো. মিজানুর রহমান (৩৭), ফেনীর ছাগলনাইয়ার মো. শহিদুল ইসলাম (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার মো. জসিম উদ্দিন (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চান্দগাঁও থানার সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিতে করে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেখানো স্থানে অটোরিকশার সিটের পেছনে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা ও দুটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামি, জব্দ করা মাদকদ্রব্য এবং সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss