চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে শামসুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত শামসুল হক পাহাড়তলী থানাধীন দিদার কলোনির শওকত গ্যারেজ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শবক (এসআই) আলাউদ্দীন মজুমদার। তিনি জানান, আজ ভোরে লবণ ফ্যাক্টরি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকি’সক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
চস/স


