spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. সাহেদ বশর (৪৫), মো. আরিফ হাসান ওরফে রোমান (২৬), মো. ইমন (২১), আবু হানিফ সোহেল (৩৮), মেহরাজ (৩০), মো. সাহেদ হোসেন (৩১) ও মো. দেলোয়ার হোসেন টিটু (৩৭)।

পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড়ে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মীরা ঝটিকা মিছিল বের করে। বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাতের নেতৃত্বে হঠাৎ তারা হাতে ক্রিকেটের কাঠের স্ট্যাম্প, বাঁশের লাঠি ও পাথরের টুকরো নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে গোসাইলডাঙ্গা এলাকার আবুল হাশেম সওদাগর মসজিদের সামনে অবস্থান নেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ক্রিকেট স্ট্যাম্প, একটি ছোট পতাকা, ১৫টি বাঁশের লাঠি ও ২০টি পাথরের খণ্ড জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থল ও আশপাশে অবস্থান নেয়। তারা দেশে-বিদেশে থেকে সহায়তা, অর্থ প্রদান, মিথ্যা তথ্য প্রচার ও আশ্রয়দানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত ছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss