spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট বাদশাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত আসামি মো. বাদশা প্রকাশ ছোট বাদশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা কর তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-মো. বাদশা ওরফে ছোট বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) এবং মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মো. বাদশা সিএমপি পুলিশের শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত ২৯৩ নম্বর আসামি ও এক্সেস রোডের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তার ৪ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss