spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাঙামাটিতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা দুইজনকে

রাঙামাটিতে বাড়িতে ঢুকে গুলি করে দুইজনকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার ভোর ৩টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ হামলা হয়েছে।

নিহত ধনঞ্জয় তনচঙ্গ্যা (৩২) গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষ তনচঙ্গ্যা (৪৫) রাজস্থলী উপজেলার ছাখ্যং গ্রামের কালাচান তনচঙ্গ্যার ছেলে।

সুভাষ সপরিবারে ওয়াজ্ঞা ইউনিয়নের কাঠালতলিতে বাস করতেন। ঘটনার সময় তিনি ধনঞ্জয়ের বাসাতেই ছিলেন।

কাপ্তাই থানার ওসি মো. নাসিরউদ্দিন জানিয়েছেন, বুধবার ভোর ৩টার দিকে অজ্ঞাত পরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় চাকমার বাড়িতে এসে তাকে এবং সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে হত্যা করে চলে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান।

“প্রাথমিকভাবে সুভাষের শরীরে দুইটি এবং ধনঞ্জয়ের শরীরে পাঁচটি গুলির ক্ষত দেখা গেছে।”

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল জনসংহতি সমিতির সদস্য। হামলাকারীরাও অন্য কোনো আঞ্চলিক দলের কর্মী হবে মনে করছেন তারা।

তবে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সাথে যোগাযোগ করে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। নিহতরা জনসংহতি সমিতির কোন গ্রুপের সদস্য ছিলেন এবং হামলাকারীরা কোন গ্রুপের তাও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানিয়েছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss