spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আনোয়ারায় মাছের আড়তে অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাছের আড়তে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর।

সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রায়পুর ইউনিয়নের ফকিরহাট মাছের আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক।

অভিযানে উপস্থিত ছিলেন অধিদফতরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু।

মৎস্য কমকর্তা রাশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট মাছের আড়তে অভিযান চালানো হয়। অভিযানে মোট পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দ এসব জাটকা আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদের নির্দেশে স্থানীয় আটটি এতিমখানায় বিতরণ করা হয়।

এর আগে গত রোববার বঙ্গোপসাগর থেকে আসা তিনটি মাছ ধরার বোটে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ করে উপজেলা প্রশাসন। গত ১ নভেম্বর থেকে জাটকা সংরক্ষণ অভিযান শুরু হয় এবং এই অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss