spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাটানি, উদ্ধার করল পথচারী!

কক্সবাজার সদরের রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। সোমবার (১১ জানুয়ারি) ভোরে কুকুরের টানাটানি থেকে নবজাতককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পথচারীরা।

রেজাউল করিম নামের এক পথচারী বলেন, ‘ভোরে হাঁটতে বের হয়ে দেখি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর কি একটা নিয়ে টানাটানি করছে। দূর থেকে শিশুর মতো মনে হলে কাছে গিয়ে দেখি নবজাতককে নিয়ে কুকুরে টানাটানি করছে। এছাড়া নবজাতকের পাশে একটি কাগজের বাক্সও রয়েছে।

তিনি আরও বলেন, ‘হয়ত কেউ রাতে অথবা ভোরে কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি রাস্তার পাশে ফেলে দিয়েছে। পরে আমরা কয়েকজন মিলে নবজাতকের মৃতদেহটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দিই।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান জানান, পথচারীরা নবজাতকের মৃতদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss