spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড, পুড়ল পাঁচ শতাধিক ঘর

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে অগ্নিকাণ্ডে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, রাত ৩টার দিকে নয়াপাড়া ক্যাম্পে আকস্মিকভাবে আগুন লাগার খবর আসে। টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ক্যাম্পটির অন্তত পাঁচশ ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

সরকারি এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার কারণ জানতে কাজ চলছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নির্ধারণ করা হচ্ছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss