spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আনোয়ারায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রিতু আকতার (৮) ও হামদান (২) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (০১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু এবং হামদান ১০নং হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের ওহিদুল আলম বুলবুলের সন্তান।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা হাসপাতালের ডা. মেজবাহ জানান, সন্ধ্যার দিকে হাইলধর ইউনিয়ন থেকে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শুনেছি, একই ঘটনায় তার বোনেরও মৃত্যু হয়েছে।

শওকত নামের এক স্থানীয় ব্যক্তি জানান, নিহত রিতু এবং হামদান বিকেলে বাড়ির পেছনের পুকুরে খেলা করছিল। খেলার ছলে রিতুর ছোট ভাই হামদান পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে রিতুও পুকুরে পড়ে যায় ।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হামদানের দেহ পুকুরে ভাসতে দেখা যায়। এরপর উদ্ধার করে আনোয়ারা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রিতুকে না পেয়ে তাকেও খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে রাত ৭টার দিতে পুকুরে মৃত অবস্থায় রিতুকে পাওয়া যায়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss