কক্সবাজারের টেকনাফ নাফ নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১ কোটি ৭৫ লাাখ টাকা মূল্যের ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়েছে এক পাচারকারী। রোববার (৭ মার্চ) সকালে বিষয়টি জানানো হয় কোস্টগার্ডের পক্ষ থেকে।
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশানের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদে খবর আসে যে, টেকনাফে পৌরসভার জালিয়া পাড়া নাফ নদীর সংলগ্ন এলাকা দিয়ে নৌ পথে মায়ানমার থেকে একটি ইয়াবার চালান আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ এম সালেহ আকরামের নেতৃত্বে একটি টিম এতে অবস্থান নেন।
তখন শপিং ব্যাগ হাতে নিয়ে একজন লোক আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে তার কাছে থাকা শপিং ব্যাগটি ফেলে নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী চালিয়ে ৩৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
চস/আজহার