spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিশু শিক্ষার্থী পেটানো সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হাটহাজারীর ফটিকা এলাকার মারকাজুল কোরআন ইসলামি কাডেমি মাদ্রাসায় মোহাম্মদ ইয়াসিন (৮) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে রাঙ্গুনিয়া উপজেলার সাফরভাটা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে হাটহাজারী থানা পুলিশ। আটককৃত ইয়াহিয়া মোহাম্মদ ইউনুসের ছেলে।

জানা যায়, মোহাম্মদ ইয়াসিনকে বেধড়ক মারধরের ঘটনায় ওই মামলায় অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানান থানার ওসি মো. রফিকুল ইসলাম।

বুধবার (১০ মার্চ) রাতে এ ব্যাপারে শিশুটির বাবা মোহাম্মদ জয়নাল হাটহাজারী মডেল থানায় বাদি হয়ে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, পৌরসভার ফটিকা এলাকার মারকাজুল কোরআন ইসলামি অ্যাকাডেমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিনকে মঙ্গলবার বিকেলে দেখতে যান বাবা মোহাম্মদ জয়নাল ও মা পারভিন আক্তার । ছেলেকে দেখে সাদ্রাসা থেকে ফেরার সময় শিশু ইয়াসিন বাবা- মার পিছনে পিছনে চলে আসেন। শিশুটি মাদরাসার মূল ফটকের বাইরে চলে আসলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মাদরাসার শিক্ষক মো. ইয়াহিয়া। শিশুটিকে মাদ্রাসায় নিয়ে বেধড়ক পেটাতে থাকেন শিক্ষক। মঙ্গলবার রাত থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss