spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জাল নোটসহ পতেঙ্গায় গ্রেপ্তার ১

নগরের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এসময় আনোয়ারার মোঃ ইমরান হোসেনের (৩০) কাছ থেকে ২৩ টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ ও উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, এই চক্রের সদস্যরা জাল টাকা গুলো হুবহু মুল টাকার মত নকল করতে সক্ষম হয়েছে। ফলে প্রথম দেখায় বুঝার উপায় নেই এসব জাল টাকা। পেশাদার এই চক্রের অন্য সদস্যদেরও খুঁজতে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামালা করা হয়েছেও বলেও তিনি জানান।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss