spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বজ্রপাতে ফটিকছড়িতে নিহত ২, আহত ২

জেলার ফটিকছড়ি উপজেলার ৭নং কাঞ্চন নগর ইউনিয়নে বজ্রপাতে নিহত দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

আজ রবিবার (৬ জুন) উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ফেঁজারাম মহাজনের বাড়ি (ডলু পাড়া) সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,লাকি দাশ (৩৮) স্বামী- বানুশ্বর দাশ ও ভানু শীল(বয়স ৪০) স্বামী- মৃত যুগেন্দ্র শীল।

আহত ২ জন হলেন-মালতী রানী দাশ (৫০) স্বামী-মনতোশ দাশ ও শোভা রানী দে(৪৫) স্বামী- ভুবন দে। তারা সবাই ফটিকছড়ির কাঞ্চন নগর ডলুর পাড়া, ৮নং ওয়ার্ড মানিকপুরের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল থেকে পার্শ্ব র্তী নিজস্ব কৃষিক্ষেতে কাজ করছিল ৪ নারী। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।  এসময় তারা ক্ষেতের মধ্যেই অবস্থান করছিলো তারা।  হঠাৎ বজ্রপাত হলে দু,জন অজ্ঞান হয়ে পড়েন এবং দু’জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন, বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন বলেন, ৮নং ওয়াস্থ ডলুপাডা নামক ধুরুং খালের পাড়ে ওই চারজন মহিলা কৃষিক্ষেতে কাজ করছিলো হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হলে তারা চারজন সেখানে অবস্থান করছিল, এতে তারা আহত হলে চারজন আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক দু’জনকে ডাক্তার মৃত্যু ঘোষনা দেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss