নগরীর বায়েজিদ থানার বালুছড়া এলাকার একটি বাসার নিচতলায় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছেন আরো দুইজন।
আজ রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তবে মারা যাওয়া ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
জানা যায়, ভবনের নিচতলায় ব্যাচেলর বাসা ছিল। আজ ওই বাসায় সকাল ১০টায় বিস্ফোরণ ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহম্মদ চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ধারণা করা হচ্ছে লাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
চস/স