spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে এসেছে ফাইজারের আরও ৫৮ হাজার টিকা

ফাইজারের আরও ৫৮ হাজার ৫০০ ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে। বুধবার (৩ নভেম্বর) রাত নয়টার দিকে এসব টিকা (ভ্যাকসিন) চট্টগ্রামে এসে পৌঁছায়। যা সিভিল সার্জন কার্যালয়ের কেন্দ্রীয় ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এসব টিকা শিক্ষার্থীদের প্রয়োগের কথা রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা ওয়াজেদ চোধুরী অভি টিকা আসার তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ৫৮ হাজার ৫ শত ডোজ ফাইজারের টিকা গ্রহণ করা হয়েছে। যা পরবর্তীতে কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হবে।

জানা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যাক্রম বৃহস্পতিবার শুরুর পরিকল্পনা নেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীদের তালিকা না পাওয়ায় কার্যক্রম ভেস্তে যায়। তারমধ্যে সঠিক সময়ে টিকা আসা নিয়েও ছিল ধূম্রজাল। এ দুই চ্যালেঞ্জের কারণেই তা শুরু করা যায় নি। তবে এ সপ্তাহে না হলেও টিকা চলে আসায় আগামী সপ্তাতেই শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহারিয়ার কবীর।

এর আগেও দুই ধাপে আমেরিকার তৈরি ফাইজারের ৩৫ হাজার ১০০ ডোজ টিকা পায় চট্টগ্রাম। যা নগরীর তিন কেন্দ্রে সাধারণ মানুষকে প্রয়োগ করা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss