গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে কক্সবাজার লিংকরোডে প্রতিপক্ষের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার(বর্তমান ইউপি সদস্য) গুলিবিদ্ধ হয়েছিল। ওই রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে। আজ রবিবার (৭ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল ইসলাম।
এদিকে এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংকরোড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও আন্দোলনে করছে দলীয় নেতা-কর্মীরা।
চস/স


