সরকারি পাহাড় কেটে বাড়ি নির্মাণ, পুকুর খনন করে ভাড়া বাবদ ৪৫ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এছাড়া সরকারি স্কুলের জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ ও মসজিদের জায়গা দখল নিয়ে ভাড়াসহ সরকারের টাকা আত্মসাতের অভিযোগে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এনজিও সংস্থা জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি-সাধারণর সম্পাদকসহ তিনজনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দুদকের চট্টগ্রাম কার্যালয়-১ এ ৪টি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবু সাঈদ।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।
চস/স


