spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভোরে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে হত্যা করল ছেলে

ক্ষেতে কাজ করতে যাওয়ার জন্য ভোরে ছেলেকে ঘুম থেকে ডেকে তোলেন বাবা রুহুল কাদের (৫৫)। এজন্য ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যা করেছেন ছেলে শহিদুল ইসলাম (২২)।

শনিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়ায় উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল কাদের ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। ছেলে শহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে ওসি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবা রুহুল কাদের ছেলে শহিদুল ইসলামকে ক্ষেতের কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দেন। পরে তিনি গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান। এসময় ক্ষিপ্ত হয়ে শহিদুল তার বাবাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাবা রুহুল কাদের। পরে তিনি মারা যান।

ওসি আরও জানান, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করেন পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে। অভিযুক্ত শহিদুলকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss