spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাজারের ব্যাগে মিলল ৩ বছরের শিশুর লাশ

কুমিল্লার দেবিদ্বারে এলাহাবাদ ইউনিয়নে খালের পাশে বাজারের ব্যাগে ৩ বছরের অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) সকালে কাচিসাইর গ্রামে ব্যাগবন্দি লাশটি দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকার জানান, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে শিশুটিকে হত্যার পর ব্যাগবন্দি করে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss